• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী হত্যার প্রতিবাদ আখাউড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১৪:৫২ অপরাহ্ণ
আইনজীবী হত্যার প্রতিবাদ আখাউড়া  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আইনজীবী হত্যার প্রতিবাদ আখাউড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা ও আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর মুক্ত মঞ্চের সামনে শেষ হয়। পরে সেখানে হওয়া সমাবেশে বক্তব্য রাখেন, তহিদুজ্জামান খান নিশাদ, আমানুল্লাহ সামির, জাহিদুল ইসলাম শুভ, জাহিদ হাসান, রিফাতুল ইসলাম তারেক, মো. সামি প্রমুখ। এ সময় অভিযোগ করা হয়, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। বক্তারা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান।

এদিকে সার্বিক পরিস্থিতে দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে সভায় ফেসবুকে ছড়ানো গুজব থেকে দূরে থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।