মোঃ ইয়াসিন খান রাজাপুর ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষষক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে ৩১ দফা প্রস্তাবনার লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাগড়ি বাজার এলাকা থেকে এ কর্মসূচি শুরু করে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারন ভোটারদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবিধান ও রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা প্রস্তাবনার লিফলেট বিতরন করা হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিয়াজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসাইন রাব্বি সিকদার, সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধাসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষষক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, বিগত দিনে বাংলাদেশের জনগন ভোটের অধিকার হারিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে পুননির্মান ও কল্যানকর রাষ্ট্র রাস্ট্র করার জন্য রাস্ট্র মেরামতে ৩১ দফা প্রস্তাবনা করেছেন এবং এই প্রস্তবনার মাধ্যমেই জনগনের সংবিধান আকারে তৈরি করে জনকল্যানকর রাষ্ট্র হয় সে অনুযায়ী সংবিধান পুরোপুরি সষ্কার করা হবে। তার জন্যই তারেক রহমান ৩১ দফা প্রস্তাবনার মাধ্যমে এদেশের মানুষের অধিকারের কথা বলেছেন। নাগরিকরা কিভাবে ভাল থাকে সেভাবেই দফাগুলো তিনি তুলে ধরেছেন। তাই অতিদ্রæত নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো সংষ্কার করে দ্রæত নির্বাচন দেয়ার আহবান জানান।