• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ
ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

সংবাদটি শেয়ার করুন....

আঃ কাদের আকন্দ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। এতে দীর্ঘদিন পর উপজেলা বিএনপির নেতৃত্ব পর্যায়ের নেতারা এক অনুষ্ঠানে বসলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।

এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আজিজুর রহমান, আশিকুল হক আশিক, সাইফুল ইসলাম বাদল, এডভোকেট রেজাউল করিম চৌধুরী, মাসুদ আহমেদ, শাহীনূর মল্লিক জীবন, কামরুজ্জামান মীর আজাদ, জাকির হোসেন বাপ্পি, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার সহ ফুলবাড়ীয়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক গন এবং কমিটির অন্যান্য সদস্য মন্ডলীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল। এসময় পৌর বিএনপির বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য মন্ডলীরা উপস্থিত ছিলেন।

এর আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন ফুলবাড়ীয়ায় আগমন করলে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারের সামনে স্লোগান দিয়ে এবং ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায় উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সম্পাদক মেহেদী হাসান রাসেল।