• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হলো বি.আই. ইউ-এর স্প্রিং সেমিস্টার ২০২৫ এডমিশন ফেয়ার

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
শুরু হলো বি.আই. ইউ-এর স্প্রিং সেমিস্টার ২০২৫ এডমিশন ফেয়ার

শুরু হলো বি.আই. ইউ-এর স্প্রিং সেমিস্টার ২০২৫ এডমিশন ফেয়ার

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টার ২০২৫ এর এডমিশন ফেয়ার। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে ফেয়ারের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি কাজী আখতার হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, কলা ও সামাজিক বিজ্ঞান আনুষদের ডীন ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ.ন.ম. রফিকুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সাইয়েদ শহিদুল বারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মো: মিজানুর রহমান, জনাব সাইয়েদ জারীর জাফরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার ড. মোঃ সোহেল আলবেরুনী, ইংরেজি  বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমেদ এবং আইন বিভাগের চেয়ারম্যান ড. মো: গোলাম রসুল, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এডমিশন ইনচার্জ ও সিনিয়র সহকারী রেজিস্ট্রার মো. শামসুর রহমান।

ফেয়ারে অংশগ্রহণ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে অতিথিগণ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে তা হল- বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ ধূমপান, মাদক ও রাজনীতি মুক্ত এবং ইভ-টিজিংমুক্ত। শুধু তাই নয়, এখানকার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিশেষ শিক্ষা প্রদান করা হয়। যেন তারা সমাজ বিনির্মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, প্রথম ১০০ জন নতুন ছাত্র-ছাত্রী পাবে ভর্তি ফি থেকে ৫০% ছাড়। এছাড়াও ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রাখা হয়েছে। ফেয়ারের কার্যক্রম চলবে আগামী ০৬-১৩ ডিসেম্বর ২০২৪ প্রতিদিন সকাল ৯ টা হতে সন্ধা ৬ টা পর্যন্ত। সকল ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ ফেয়ার চলাকালীন সময়ে এ সুযোগ গ্রহণ করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।