• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলর গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ১৩:৫৪ অপরাহ্ণ
মানিকগঞ্জে আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলর গ্রেপ্তার

মানিকগঞ্জে আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলর গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র সরকার (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সুভাষ চন্দ্র সরকার মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। উক্ত ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন বাদী হয়ে সদর থানায় নাশকতার মামলা দায়ের করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সেই মামলায় সুভাস চন্দ্র সরকার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে। সদর থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।