• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ২১:১৩ অপরাহ্ণ
সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়াসুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৬,৯৫,৭৩৫/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল ও শশীদল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার সীমান্ত হতে কসবা ও মাদলা বিওপি কর্তৃক ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬,৯৫,৭৩৫/- (ছেষট্টি লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঁয়ত্রিশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। চিনি ৯৯০ কেজি, বাঁজি ৪৬,৭১৩ পিস, বাসমতি চাউল ১,৭৭৮ কেজি, থ্রী-পিস ১৭ পিস, আমলা তৈল ১৭২ পিস, ফ্যাশন ব্লেচ ক্রিম ৩৮৯ পিস , বডি লোশন ৭৫ পিস, কলগেট পেষ্ট ১২৬ পিস, শাড়ী ২৯৭ পিস, গরু ০২ টি , চকলেট ৫,৪৪৩ পিস , চুলের তৈল ৫১৬ পিস , ফেন্সিডিল ৪০ বোতল , গাঁজা ০৬ কেজি।

এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে।
সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।