• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে আজম মোড়ল কর্তৃক জোরপূর্বক অন্যের জমি হতে ধান কর্তনের অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ১৩:১৩ অপরাহ্ণ
আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে আজম মোড়ল কর্তৃক জোরপূর্বক অন্যের জমি হতে ধান কর্তনের অভিযোগ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে আজম মোড়ল কর্তৃক জোরপূর্বক অন্যের জমি হতে ধান কর্তনের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন....

ব্যুরো প্রধান খুলনা মোঃ বাবুল সানা: খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মোঃ আজম আলী মোড়ল কর্তৃক মোঃ মাহমুদ কলি সানার ৭২ শতক জমির ধান ১৪৪ ধারা ভঙ্গ করে কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

যার এস এ ৯২ খতিয়ানের ৫৩৩ নং দাগ ও বি আর এস ১২ নং খতিয়ানের ১৫৪৯ ও ১৫৭৯ দাগের মোট জমির পরিমান ৭২ শতক।উক্ত ৭২ শতক জমি গড়ইখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে গত ইং ০৯/০৭/২০২৪ তারিখে ৪ জন ডাক দাতা আমিনুল ইসলাম সানা ৫২,০০০/= মইনুল ইসলাম সানা ৬২,৫০০/= আজম মোড়ল ৬৩,০০০/= এবং মাহমুদ কলি সানা সর্বোচ্চ ৬৫,০০০/= টাকা ডাকলে মসজিদ কমিটি সর্বোচ্চ ডাকদাতাকে অগ্রিম ১০,০০০/=টাকা পরিশোধ সাপেক্ষে আগামী দুই বছরের জন্য লিজ হিসাবে প্রদান করেন।কিন্তু ঘটনার বিবরণে যেটা জানা যায় উক্ত জমিতে ধান লাগানো থেকে শুরু করে সমস্ত খরচ মাহমুদ কলি সানা বহন করলেও কর্তন আগ মুহূর্তে উক্ত আধা পাকা ধানগুলো মোঃ আজম আলী গং ও তার সাঙ্গোপাঙ্গরা প্রকাশ্য দিবালোকে মহামান্য আদালতে দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ইং-১৭/১২/২০২৪ তারিখে উক্ত ধানগুলো কেটে নিয়ে গেছে।

এ বিষয়ে মোঃ আজম আলীর মুঠোফোনে ০১৯১০০০৯৫২৯ একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নাই। ধান কাটার বিষয়ে ভুক্তভোগী মাহমুদ কলি সানা আরও যেটা জানিয়েছেন জমিটি গড়ইখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে লিজ হিসাবে নিয়েও জমিতে ধান লাগিয়ে সেই আঁধাপাকা ধান গুলো আদালতের দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করে মোঃ আজম আলী গং ও তার সাঙ্গপাঙ্গরা প্রকাশ্যে দিবালোকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই ৭২ শতক জমির ধানগুলো কেটে নিয়ে গেছে।উক্ত ধান লুট পাটের বিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।