বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের আবুল মিয়ার পুত্র মোঃ আব্দুল্লাহ (৩০)। বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস. আই মোঃ জহিরুল হক ও এস. আই মোঃ আব্দুল আলীম ফোর্স নিয়ে বুধবার রাত ২টার দিকে হীরাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪ (খ)/৪১ এর ধারায় আখাউড়া থানার ২০২৩ সালের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী।
গ্রেফতারকৃত আসামীকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।