মোঃ আল-আমীন উত্তর টাংগাইল প্রতিনিধি: টাংগাইল ঘাটাইল উপজেলার গড়ে উঠার অবৈধ ইট ভাটায় অবাধে পুড়ছে বনের কাঠ, ধংস হচ্ছে বন ও হ্রাস পাচ্ছে পরিবেশ ভারসাম্য। যেখানে পরিবেশ ভারসাম্য রক্ষায় ২৫% বন থাকার কথা সে খানে দিন দিন অবৈধ ব্যবসায়ীরা বন কেটে লাকড়ি বিক্রি দিয়েছে এই সব অবৈধ ইট ভাটায় ।
পরিবেশ ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সরকার পদক্ষেপ নিলেও যেন ধংসের হাত থেকে রেহাই পাচ্ছে না বন ও পরিবেশ। উচ্চ আদালতে রিট করে মালিকেরা বছরের পর বছর এসব ইট ভাটা পরিচালনা করে আসছে নিয়মিত। তারা আইন না মানায় যেমন এক দিকে হারাচ্ছে বনের গাছ, অন্য দিকে কালো ধুয়ায় দুষণ হচ্ছে পরিবেশ ও ভেঙে যাচ্ছে গ্রামের রাস্তা ঘাট। পরিবেশ দুষণে ব্যাপক হারে ক্ষতি হলেও স্থানীয় প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ না নিয়ে গোপনে সহযোগিতা করে যাচ্ছে মালিকদের কে। উপজেলার অর্ধশতাধিক ইট ভাটা থাকলেও এ বছর চালু আছে ৩৮ টি ভাটা।
তার মধ্যে ২১ টির নিবন্ধন থাকলেও নেই ২৪ টির নিবন্ধন।
ধলাপাড়া বিলজলঙ্গী বংশাই ইটভাটায় গিয়ে দেখা যায়, ভাটার চার পাশে বন থেকে চুরি করে আনা গাছের স্তুপ। বিধি অনুযায়ী কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও আইন অমান্য করে বনের কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে ইট ভাটায়। ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় যেমন পরিবেশ ক্ষতি হচ্ছে, অন্য দিকে ফসলি জমির মাটি গভীর করে কেটে নেওয়ায় হারাচ্ছে জমির উর্বরতা। অবৈধ মাটি ও লাকড়ি আনার ফলে গাড়ির চাপে গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে এতে মানুষের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।
তাই দ্রুত এই অবৈধ ইট ভাটার মালিকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।