• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক

কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির জোয়ানরা এ অভিযান চালায়। আটককৃতদেরকে কসবা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আটক ভারতীয় নাগরিকরা হলো, ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)। শনিবার রাতে তারা বাংলাদেশে প্রবেশ করে।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় থানায় সোপর্দ করা হয়।