• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ভোটে থাকা নিয়ে তফসিল পর্যন্ত অপেক্ষায় রাখলেন সিইসি

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের ভোটে থাকা নিয়ে তফসিল পর্যন্ত অপেক্ষায় রাখলেন সিইসি

আওয়ামী লীগের ভোটে থাকা নিয়ে তফসিল পর্যন্ত অপেক্ষায় রাখলেন সিইসি

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি একথা বলেন।

তিনি বলেন, “তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়েই নির্বাচন হবে। সময়মতো পরিষ্কার হয়ে যাবে, কারা নির্বাচনে অংশ নিতে পারবে।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের আগে কোনো দলের অবস্থান নিয়ে মন্তব্য করা আমাদের কাজ নয়। অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি।”

সিইসি নাসির স্পষ্ট করেছেন যে ত্রয়োদশ নির্বাচন কেবল ব্যালট পেপারের মাধ্যমে হবে, ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। তবে প্রবাসী ভোটারদের সম্পূর্ণ অন্তর্ভুক্ত করতে সময় লাগতে পারে।

এছাড়া তিনি স্থানীয় সরকার নির্বাচনের সময় এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করে জানান, জাতীয় নির্বাচনের দিন স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়। ইসি এই ধরনের পরামর্শ গ্রহণযোগ্য মনে করে না।

সিইসি বলেন, “আমাদের কাজ চলছে, এবং আমরা প্রধান উপদেষ্টার দেওয়া জাতীয় নির্বাচনের টাইমফ্রেম মাথায় রেখেই পরিকল্পনা করছি।”