• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ের একজনকে কারাদন্ড অন্যজনের জরিমানা

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ের একজনকে কারাদন্ড অন্যজনের জরিমানা

সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ের একজনকে কারাদন্ড অন্যজনের জরিমানা

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে দুই মাসের কারাদন্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধরন্তী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর মধ্যে সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের মফিজুল হককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নাইম ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মফিজুল হককে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা এতে বাধা দিলেও কোনো লাভ হচ্ছিল না। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় সরাইল থানা পুলিশ উপস্থিত ছিলেন।