• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে ফসলি জমির মাটি খননের অপরাধে ইটভাটা মালিকের জরিমানা

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
ধুনটে ফসলি জমির মাটি খননের অপরাধে ইটভাটা মালিকের জরিমানা

ধুনটে ফসলি জমির মাটি খননের অপরাধে ইটভাটা মালিকের জরিমানা

সংবাদটি শেয়ার করুন....

মোঃ শুকুর আলী: বগুড়ার ধুনটে ইট ভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল খননের অপরাধে নাইম ইসলাম নামে এক ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান।
জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল ভাটা মালিক নাইম ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইম ইসলামকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারায় ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।