• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ জন আটক

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৯:৩৪ অপরাহ্ণ
আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ জন আটক

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ জন আটক

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হইয়াছে। আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আসামি ৪ জন আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকৃত আসামিরা হল আখাউড়া উপজেলার সেনারবাদি গ্রামের মৃতঃ আবদুল মিয়ার ছেলে ধন মিয়া, আদমপুর গ্রামের মৃতঃ এলু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন, বীরচন্দ্রপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে তারেক মিয়া, কালিকাপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে নোমান মিয়া।
আখাউড়া থানার এস আই জহিরুল হক, এ এস আই কামরুল হাসান, এ এস আই জহিরুল ইসলাম, এ এস আই ইকবাল হোসেন, এ এস আই মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান গ্রেফতারকৃত আসামি ৪ জনকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হইয়াছে। তিনি আরও জানিয়েছেন, আখাউড়া থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।