বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: প্রকৃতির রক্ষাকবচ গাছ। মানবেরও বন্ধু। গাছের উপকার ভোগ করেননি এমন কথা কেউ বলতে পারবেন না।
সেই গাছেই কি-না আগুন দিলো মানুষ। নেহায়েৎ শীত নিবারনে এমন কাণ্ড ঘটানো হয়েছে। এতে পুড়ে গেছে গাছের গোড়া।
গত দুদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠের পাশের একটি গাছে এমন ঘটনা ঘটে। এতে গাছের গোড়া পুড়ে যায়। শুক্রবার রাতে পাছ পুড়িয়ে তাপ নিবারণের একটি ভিডিও চিত্র এ প্রতিবেদকের হাতে আসে।
শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, শহীদ মিনার লাগোয়া গাছটির অবস্থান। এটি কড়ই গাছ। আগুনে গাছে গোড়া থেকে চার-পাচ ফুট উচ্চতা পর্যন্ত পুড়ে গেছে। কিছু অংশ পুড়ে কয়লা। নাকে লাগছিলো পুড়া গন্ধ।
গাছটির পরিচর্যায় এগিয়ে আসছেন রুবেল আহমেদ নামে এক প্রকৃতি প্রেমি ও সাংবাদিক। জানালেন, গাছ পুড়ার দৃশ্য দেখার কথা।
স্থানীয় লোকজন এ ঘটনাটিকে বিকৃত মানসিকতার কাজ বলে উল্লেখ করেছেন। এটি মাদকসেবিদের কাণ্ড বলে আখ্যায়িত করে তারা প্রতিরোধের ঘোষণা দেন।