• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় ৯০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
কসবায় ৯০ লাখ টাকার ভারতীয়  মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যে এক হাজার ৬২০ পিস ভারতীয় এনড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গংগানগর এলাকায় বিজিবির অভিযানে এসব ডিসপ্লে জব্দ করা হয়। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যে এক হাজার ৬২০ পিস ভারতীয় এনড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গংগানগর এলাকায় বিজিবির অভিযানে এসব ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।