ঘিওরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি খেকো সাদেক আলীর অবৈধ ড্রেজার জব্দ ও ভাঙচুর
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নারচী গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে মাটি কাটার অপরাধে মাটি খেকো সাদেক আলীর ড্রেজার জব্দ ও ভাঙচুর করে ঘিওর উপজেলা প্রশাসন।
সোমবার ( ২৭ জানুয়ারি ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন।
এসময় তিনি বলেন, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নারচী এলাকার পুরাতন ধলেশ্বরী নদীর তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটে সাদেক আলী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে সাদেক আলী পালিয়ে যায়। এসময় অবৈধ ড্রেজারটি জব্দ করে ভেঙ্গে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।