• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ
রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: কিছুদিন আগেই রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এখন আর কোনো দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল।কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার।

তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেওয়া হয়েছে।

যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। এখন যদি বলে পেনশন, গ্রাচ্যুইটি যোগ করতে হবে; তো অন্যান্য সংস্থারও তো অনেক দাবি আছে। সব দাবি তা পূরণ করা সম্ভব না।
অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।