• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ১৮:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীর তানোর উপজেলায় এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৯ মার্চ) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খাইরুল ইসলাম তানোর উপজেলার সরনজাই এলাকার সাজ্জাদের ছেলে।

র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মার্চ সন্ধ্যায় তানোর থানাধীন সরনজাই হঠাৎপাড়া গ্রামের হান্নান হাজীর গভীর নলকূপের বারান্দায় এক তালাকপ্রাপ্ত নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে প্রধান আসামি খাইরুল ইসলাম পলাতক ছিলেন।

র‌্যাবের একটি বিশেষ দল গোদাগাড়ী থানাধীন কাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে তানোর থানায় হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে সোপর্দ করেন। আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।