• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির কাঠালিয়া সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
ঝালকাঠির কাঠালিয়া সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ঝালকাঠির কাঠালিয়া সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি প্রতিনিধি:এম এ আজিজঝালকাঠির কাঠালিয়ায় বাহরাইন প্রবাসী মিঠুন মিস্ত্রির সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী (নির্জন সিকদারকে) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত (নির্জন সিকদার ) (১৭) উপজেলার ওই গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।

মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের মিঠুন মিস্ত্রী বাহরাইন প্রবাসী। বাড়ীতে তার স্ত্রী দোলা মন্ডল ও একমাত্র মেয়ে নিয়ে বসবাস করে। গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে বাড়ীর পাশে ক্ষেতে টমেটো আনতে যায় প্রবাসীর তিন বছরের মেয়ে ( মৌমিতা ) । এসময় পার্শ্ববতী বাড়ীর বিপ্লব সিকদারের ছেলে নির্জন ওই শিশুকে একা একটি কলা বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এরপর গত ৯ মার্চ ( রোববার ) বিকেলে নির্জন ওই শিশুর বাড়ীতে আসলে শিশুটি নির্জনকে দেখে আতকে ওঠে। বিষয়টি শিশুর মা দোলার নজরে আসে। পরে তার মা জানতে চাইলে শিশুটি ওই দিনের ঘটনা খুলে বলেন। এ ঘটনায় ওই শিশুর দাদা নিহার রঞ্জন মিস্ত্রী বাদী হয়ে নির্জনকে আসামী করে ধর্ষণের চেষ্টার একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

থানার ওসি মংচেনলা জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।