• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে মহান মে দিবস পালিত

Mofossal Barta
প্রকাশিত মে ১, ২০২৫, ১৪:০৮ অপরাহ্ণ
ঘিওরে মহান মে দিবস পালিত

ঘিওরে মহান মে দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের দিন। মেহনতি মানুষের বিজয়ের দিন, আনন্দ ও সংহতি প্রকাশের দিন আজ। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে। প্রতি বছরের ন্যায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি এই দিনে পালন করা হবে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক আট ঘণ্টা কর্মসময় ও ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে ওই শহরের শ্রমিকরা। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। আহত ও গ্রেপ্তার হন আরো বহু শ্রমিক। পরে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মধ্যে ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষ পর্যন্ত শ্রমিকদেরই বিজয় হয়েছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর ১৮৯০ সাল থেকে পহেলা মে বিশ্বব্যাপী ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালন হয়ে আসছে। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মোঃ শহিদুল ইসলাম চান্দুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঘিওর থানা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, সহ সভাপতি মোঃ আবু কাউছার রেজা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ কামাল আরিফ।