• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জরিমানার ১৬ লাখ টাকা আদালতে পরিশোধ করলেন রাফসান

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪, ১৯:১১ অপরাহ্ণ
জরিমানার ১৬ লাখ টাকা আদালতে পরিশোধ করলেন রাফসান
সংবাদটি শেয়ার করুন....

অনুমোদন ছাড়া কোমল পানীয় বাজারজাতের অভিযোগে করা মামলায় জরিমানার ১৬ লাখ টাকা বিশুদ্ধ খাদ্য আদালতে পরিশোধ করেছেন ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে অনুমোদনহীন পানীয় বাজার থেকে তুলে নেবেন তিনি। সঙ্গে সঙ্গে অনুমোদন ছাড়া এই ধরনের ব্যবসা আর করবেন না বলেও ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন তিনি।

বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালতে রাফসান জরিমানার নগদ ১৬ লাখ টাকা দিয়ে আদালত ছাড়েন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।

এর আগে, অনুমোদনহীন পানীয় বাজারজাত করায় ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ১৩ জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

 

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত এক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই কারখানায় মানহীনভাবে পানীয় তৈরি করা হচ্ছিল। এ জন্য ওই সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।