আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে হোক, মামলার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক তাদের অবশ্যই বিচার হইতে হবে। অন্যায় অন্যায়ই, কাজেই যে দোষী তার বিচার হইতে হবে।
১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির একটি কক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জের শহীদ পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, কেউ একজন অতি উৎসাহী হয়ে, নিজের জায়গা থেকে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে, মানে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভোবে নির্দেশের বাইরে গিয়ে অনেকে অন্যায় নির্দেশও পালন করেছে, এই কাজগুলা যারা করেছে তারা অন্যায়কারী। সে যদি পুলিশের হয় পুলিশেরই, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশের যদি বিচার না হয় তাহলে রাষ্ট্রের অন্য একজনের বিচার প্রশ্নবিদ্ধ হবে।