• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছরে পুকুর-সাগর নয় মহাসাগর চুরি হয়েছে : এম সাখাওয়াত

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪, ১৭:২৪ অপরাহ্ণ
১৫ বছরে পুকুর-সাগর নয় মহাসাগর চুরি হয়েছে : এম সাখাওয়াত
সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‌‘গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর-সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে।’

আজ রবিবার সরকারি এক সফরে বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একাডেমি পরিদর্শন শেষে তিনি জানান, দেশের মেরিন একাডেমি আধুনাকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের স্বদিচ্ছা রয়েছে।

এসময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান তিনি।

এম সাখাওয়াত বলেন, ‘পাহাড় অশান্ত থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হোক না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন