• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৭ মার্চ, ১৫ অগাস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১৫:২৬ অপরাহ্ণ
৭ মার্চ, ১৫ অগাস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে
সংবাদটি শেয়ার করুন....

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

উপদেষ্টা পরিষদ এসব দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক ফেইসবুক পোস্টে জানানো হয়েছে।

জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের ওই সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।”

এই আট দিবসের মধ্যে পাঁচটিই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।

এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ অগাস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ অগাস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

এর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুর দিন ১৭ মার্চ ও ১৫ অগাস্ট ছিল সাধারণ ছুটি।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার ১৫ অগাস্টের ছুটি বাতিল করেছিল। তবে দিবস বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত সে সময় জানানো হয়নি।