• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১৪:১৮ অপরাহ্ণ
চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা
সংবাদটি শেয়ার করুন....

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে তাঁরা অবরোধ শুরু করেছেন। এ কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে।

অবরোধে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরাছবি: দীপু মালাকার

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

অবরোধ চলাকালে আউটসোর্সিং খাতে নিয়োজিত কর্মচারীরা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। তাঁদের অভিযোগ, টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করা হয়, ঘুষ না দিলে চাকরি চলে যায়। এ ছাড়া প্রতি মাসে বেতন না পাওয়া,  কখনো কখনো পাঁচ থেকে ছয় মাস আবার এক থেকে দুই বছরও বেতন বকেয়া থাকে বলে অভিযোগ করেছেন অবরোধকারীরা।

চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবস্থানছবি: দীপু মালাকার

অবরোধকারীরা বলেছেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ ছেড়ে যাবেন না।