• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে শাহবাগ ছাড়লেন অবরোধকারীরা

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১৮:২৪ অপরাহ্ণ
অবশেষে শাহবাগ ছাড়লেন অবরোধকারীরা
সংবাদটি শেয়ার করুন....
চাকরি স্থায়ী করার দাবিতে দীর্ঘ সাত ঘণ্টা অবরোধের পর অবশেষে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে গেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। যাওয়ার আগে দাবি মানার জন্য সরকারকে ১৫ দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছেন তারা।

এর আগে আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। বিকেল ৪টার আগে কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।

সেখান থেকে ফিরে এসে বিকেল ৫টার পরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। 

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো কর্মচারী প্রতারণার শিকার হলে সরকারকে জানাতে বলা হয়েছে।

তদন্ত করে এমন কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সব সমস্যার সমাধান করা হবে-এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের কর্মসূচি তুলে নেওয়া হয়।’