জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ভোলায় ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন কিশোরীকে বিনামূল্যে ‘এইচপিভি’ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাদ জাহান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল ইসলাম, সিভিল সার্জন মুহাম্মদ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের জোনাল হেলথ অফিসার ডা. আহসানুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। ভোলার ৭ উপজেলায় ৫২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থীর মাঝে এ টিকা প্রদান করা হবে।