• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ১৩:২৫ অপরাহ্ণ
লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক ১৪৩ জন ও তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৪) ভোর ০৫:২৫ মিনিটে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশী নাগরিক দেশে ফেরেন। লিবিয়ায় আটকে পড়া ১৪৩ জন ফেরেন সকাল ০৬:১৫ মিনিটে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।