• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এম.পিসহ ১০৬ জনের নামে মামলা

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার  এম.পিসহ ১০৬ জনের নামে মামলা

এম.পিসহ ১০৬ জনের নামে মামলা

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এম.পি, সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১০৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম আহমেদ শাহীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এম.পি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাবেক এম.পি এবাদুল করিম বুলবুল, সাবেক এম.পি মঈন উদ্দিন, সাবেক এম.পি একরামুজ্জামান খোকন। এছাড়া মোকতাদির চৌধুরীর স্ত্রী ফাহিমা খাতুনকেও এ মামলায় আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনাম আরো ৪০-৫০ জনকে আসামী করা হয়।

ছাত্রদল নেতা ইব্রাহিম আহমেদ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গভ. মডেল গার্লস স্কুলের সামনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজন একটি মিছিলে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারি আহত হন। এ সময় মোটর সাইকেল ভাঙচুরসহ ককটেল ফাটিয়ে নাশকতার সৃষ্টি করা হয়।