• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত আপ লাইনে চলাচল বন্ধ

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১৮:২৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত আপ লাইনে চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুৎ হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার কাজ শুরু হয়েছে। বেলা দেড়টার দিকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ট্রেন উদ্ধার কাজের জন্য আপ-ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বড়হরণ এলাকায় কন্টেনার ট্রেন লাইনচ্যুৎ হয়েছে। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বলেন, 'ঢাকা অভিমুখী ৬০১ নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এখন উদ্ধার কাজ চলছে। তবে উভয় পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা অভিমুখী ৬০১ নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। তবে কয়টি কনন্টেইনার পড়ে গেছে সেটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’