• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া থানা পুলিশের হাতে মহিলা ছিনতাইকারী আটক।

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ
আখাউড়া থানা পুলিশের হাতে মহিলা ছিনতাইকারী আটক।

আখাউড়া থানা পুলিশের হাতে মহিলা ছিনতাইকারী আটক।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের হাতে ২২ টি মোবাইল সহ একজন মহিলা ছিনতাইকারী আটক হয়েছে। আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতাকৃত মহিলা আখাউড়া উপজেলার ছয়ঘরিয়া হালে বাউতলা গ্রামের জামাল হোসেনের স্ত্রী ঈশা বেগম। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ ছমি উদ্দিন, এস,আই জহিরুল হক, এএসআই ইকবাল হোসেন সহ পুলিশের একটি চৌকস টীম অভিযান চালিয়ে ২২ মোবাইল সহ মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি), মোঃ আবুল হাসিম জানিয়েছেন ঈশা বেগম নামে একজন মহিলা ছিনতাইকারীকে ২২ টি মোবাইল সেট সহ গ্রেফতার করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার আদালতে প্রেরন করা হইয়াছে। আমাদের আখাউড়া থানা পুলিশের এই ধরনের নিয়মিত অভিযান চলমান আছে বলেও তিনি নিশ্চিত করেছেন।