• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ১৮:৫৪ অপরাহ্ণ
ফার্মগেটে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আগুনে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি

সংবাদটি শেয়ার করুন....

সংবাদ ডেস্ক: রাজধানীর ফার্মগেটে একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে।

শনিবার দুপুর ২টার দিকে আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে ‘দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক’ -এর প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।