• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ১৩:০৪ অপরাহ্ণ
সোশ্যাল ইসলামী ব্যাংক- এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা প্রতিবেদন:  সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২২ নবেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার, মোঃ আনোয়ার হোসেন, এফসিএ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত। ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীবৃন্দ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং ঢাকা অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকগণসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম ব্যাংকের ২৯ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। আগামী বছরকে নবজাগরণের বছর উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ ব্যাংকের এই চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ব্যাংকটির উন্নতির জন্য সকল কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।