• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত স্বামীকে খুশি করতে আপন মা ভাইকে সৎ বানিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ আপন মেয়ের বিরুদ্ধে

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১৭:২৩ অপরাহ্ণ
মাদকাসক্ত স্বামীকে খুশি করতে আপন মা ভাইকে সৎ বানিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ আপন মেয়ের বিরুদ্ধে

এমন ঘটনা যাতে আর না ঘটে এর সঠিক বিচার চেয়েছেন সচেতন নাগরিক এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন....

রাকিব হাসান মাদারীপুর প্রতিবেদন: মাদারীপুর জেলার রাজৈরে মাদকাসক্ত স্বামীকে খুশি করতে মারধরের অভিযোগ তুলে আপন তিন ভাইসহ মাকে সৎ বানিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। আপন মেয়ে মিতু আক্তারের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন তার গর্ভধারিণী বৃদ্ধা মা রিলি বেগম। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে সেই মায়ের বিরুদ্ধে কিভাবে মামলা দিলো তার মেয়ে।এমন মামলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এদিকে এ ঘটনায় মিতু আক্তারের বিচার চেয়েছেন তার নিজ ছেলেসহ এলাকাবাসী ও স্বজনরা।মাদারীপুর থেকে রাকিব হাসান এর তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট
প্যাকেজ:
রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের বেল্লাল মাতুব্বরের মেয়ে মিতু আক্তারের সাথে একই গ্রামের আবদুল রব মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকেই নেশার টাকার জন্য মারধর করত মিতুকে।এজন্য মাদকাসক্ত স্বামীর সাথে তেমন কোন সম্পর্ক না থাকায় মিতু আক্তার রয়েছেন বাবা মার কাছে।এদিকে মিতু আক্তারের ঘরে আকাশ মোল্লা নামের নয় বছরের একটি শিশু সন্তান রয়েছে। আকাশ জন্মের পর থেকেই তার বাবাকে দেখিনি। হঠাৎ মিতু ও স্বামীর সুসম্পর্ক গড়ে উঠলে মিতু তার ছেলেসহ চলে যায় তার স্বামীর বাড়ি। পরে ছেলে তার বাপের বাড়ি থাকতে না চাইলে ছেলেক মারধর করেন মা মিতু আক্তার ও তার বাপ সোহেল মোল্লা।পরে সেখান থেকে কোনমতে ছেলে পালিয়ে আসে তার নানি বাড়িতে।মা তার ছেলেকে নিতে আসলে যাইতেছে না চাওয়ায় গত ১২ নভেম্বর স্বামীর কথামতো মিতু নিজের মাথা নিজেই বেলেট দিয়ে কেটে উল্টো মাদারীপুর আদালতে আপন ভাই মাকে সৎ বানিয়ে তাদের নামে মিথ্যা মামলা দেন।

এখানে কোন মারামারি হয়নি।মিতু তার স্বামীর কথা শুনে মা বাবাও ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা। মিথ্যা মামলার বিচার চেয়েছেন স্থানীয়রা
ভক্সপপ: এলাকাবাসী ও স্বজনরা।

আমি তাকে দশ মাস দশ দিন পেটে ধরছি সে কিভাবে আমাকে সৎ বানাইলো মিথ্যা মামলা দিল আমি এই মেয়ের বিচার চাই।
সট: রিলি বেগম মিতু আক্তারের মা।

আমার নানী নানা ও মামাদের নামে মিথ্যা মামলা দিছে আমি আমার মার এবং বাপের বিচার চাই।
সট: আকাশ মোল্লা মিতু আক্তারের ছেলে।

মিতু তার পরিবারের সাথে যেটা করেছে এটা আসলেই একটি অন্যায় করেছে। এটা একটি ফৌজদারি মামলার মধ্যে পড়ে।
সট: আবুল হোসেন সোহেল আইনজীবী জজ কোর্ট মাদারীপুর।