• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চার জয়িতাকে সংবর্ধনা

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় চার জয়িতাকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় চার জয়িতাকে সংবর্ধনা

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ায় রোকেয়া দিবস উদযাপন ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা চার নারীকে সংবর্ধনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) মো. আবদুল মতিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক নিরূপা ভৌমিক প্রমুখ।