• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ১৭:৩২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স: যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্যেটির পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, রাজ্যেটির রাজধানী ম্যাডিসনের অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে।

ম্যাডিসন পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর মধ্যে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।