ফয়জুল করিম বলেন, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুটি ধারা তৈরি হয়েছে; যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতে জড়িয়ে পড়া উদ্বেগজনক এবং মুসলিম উম্মাহর জন্য খারাপ দৃষ্টান্ত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না।
বিবদমান দুই পক্ষের নেতাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ‘দেশের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজনবোধে দেওবন্দ, করাচি ও আরবের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। কিন্তু এ ধরনের হানাহানি পরিহার করুন।’