• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তাবলিগে সংঘাতের ঘটনায় উদ্বেগ, দোষীদের বিচার দাবি ইসলামী আন্দোলনের

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
তাবলিগে সংঘাতের ঘটনায় উদ্বেগ, দোষীদের বিচার দাবি ইসলামী আন্দোলনের

তাবলিগে সংঘাতের ঘটনায় উদ্বেগ, দোষীদের বিচার দাবি ইসলামী আন্দোলনের

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদন: তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। যাঁদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে এবং যাঁরা সরাসরি হামলা চালিয়েছে, তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আজ বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ এবং এসব দাবির কথা তুলে ধরেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফয়জুল করিম বলেন, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুটি ধারা তৈরি হয়েছে; যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতে জড়িয়ে পড়া উদ্বেগজনক এবং মুসলিম উম্মাহর জন্য খারাপ দৃষ্টান্ত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না।

বিবদমান দুই পক্ষের নেতাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ‘দেশের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজনবোধে দেওবন্দ, করাচি ও আরবের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। কিন্তু এ ধরনের হানাহানি পরিহার করুন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আজ বিকেলে কাকরাইলে মারকাজ মসজিদে উপস্থিত হয়ে দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান জাফরী প্রমুখ উপস্থিত ছিলেন।