• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আসছেন ট্রাম্প, পুতিনের ভয়ে কাঁপছেন জেলেনস্কি !

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ১৫:০৩ অপরাহ্ণ
আসছেন ট্রাম্প, পুতিনের ভয়ে কাঁপছেন জেলেনস্কি !

আসছেন ট্রাম্প, পুতিনের ভয়ে কাঁপছেন জেলেনস্কি !

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার নতুন সতর্কতা দিয়েছেন। তিনি দাবি করেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে ধ্বংস করে দেবেন।

মার্কিন পডকাস্টার লেক্স ফ্রাইডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প হয়ত ভিন্ন কিছু করবেন বলে আশা করেছেন। তবে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ‘সবকিছু ধ্বংস’ করে দেবেন পুতিন।

সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া দরকার। যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকাটাও ইউক্রেনের জন্য জরুরি। তার মতে, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে পুতিন ফিরে এসে কেবল ইউক্রেনের বিরুদ্ধেই লড়বেন।

জেলেনস্কি বলেছেন, পুতিন চারপাশের সবকিছু ধ্বংস করে দেবেন। আর আপনি যদি বলেন হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন সেই ঝুঁকি আছে। এই সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের বিষয়। আর তা যদি ঘটে তাহলে আমি বলব, পুতিন ইউরোপকে ধ্বংস করে দেবেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদের প্রেসিডেন্সির আমলে নেটোর সমালোচনা করেছিলেন। সে সময় তিনি ব্যক্তিগতভাবে নেটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ২০ জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে নতুন করে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে চলেছেন ট্রাম্প।