• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লরিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৮:৩৯ অপরাহ্ণ
লরিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

লরিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহাসড়কে লরিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল চালক এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম হৃদয় মিয়া (১৫)। সে জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।
ধরখার ফাঁড়ি থানা ইনচার্জ এস আই জাকির জানায়, হৃদয় দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। সড়কের ছতুরা নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে ছিটকে পড়েন।এসময় ভাগ্যক্রমে মোটরসাইকেলের পেছনে বসা থাকা দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।