• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবে পিঠার বাহার

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
উৎসবে পিঠার বাহার

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: কুমড়া পিঠা, ডিম পিঠা, নকশী পাক্কন, চিতই, ভাপা পিঠা, মুইঠা পিঠা, হাতনাড়ানি পিঠাসহ মোট ৪০ জাতের পিঠা। তৈরি করে এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসব পিঠা বানিয়ে আনে।

তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলায় তাদের স্টল বসে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ পিঠা উৎসবের আয়োজন করে।

শনিবার বিকেল পৌণে চারটায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। এ সময় আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মে. জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, প্রেস ক্লাব সাধারন সম্পাদক নুরুন্নবী ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ডা. এ এইচ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় মোট ১২টি স্টল বসে। এসব স্টলে বাহারি রকমের পিঠার পসরা বসানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমায়।