• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজসেবক জসীমউদ্দীন চৌধুরি আমাদের মাঝে আর নেই

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৪:১৯ অপরাহ্ণ
সমাজসেবক জসীমউদ্দীন চৌধুরি আমাদের মাঝে আর নেই

বেলাল হোসেন কামাল ব্যুরচীপ৷ নোয়াখালী নোয়াখালী সদর

সংবাদটি শেয়ার করুন....

বেলাল হোসেন কামাল ব্যুরচীপ নোয়াখালী:  উপজেলা জসীমউদ্দীন চৌধুরী ঐতিহ্যবাহী কাদিয়ানী ইউনিয়ন গ্রাম আব্দুল হালিম চেয়ারম্যান পরিবারের জন্মগ্রহণ করেন ১৮ জন ভাই বোনের মধ্যে উনি সকলের বড় ছিলেন।

৬৮ বছরে জীবনে সমাজের বহু সমাজেরও শিক্ষা প্রতিষ্ঠানের মসজিদ মাদ্রাসার কাজেসহযোগিতা করেছেন উনার বাবা ছিলেনআব্দুল হালিম কাদিরহানিফ ইউনিয়নের চেয়ারম্যান ছোট ভাই আব্দুর রহিম কাদিরহানিফ ইউনিয়নেরবর্তমান চেয়ারম্যান।

উনি কাদিরানী মাছিম বেপারী মসজিদের ৩০ বছর যাবাত সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। উনার বাসার পাশে উত্তর ফকিরপুর আল কোব্বা সহসভাপতি দায়িত্ব পালন করে করছেন। একটুখানি তিন সন্তানের জনক ছিলেন। উনি তিন সন্তানের জনক ছিলেন ওনার মৃত্যু কালে উনি তিন সন্তানের জনক ছিলেন। আজ বাদ জোহরের নামাজের পর কাদের হানিফ মাছিম বেপারী মসজিদের সামনে মহরমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।