• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাকুড় নতুন বাজার শাহিনুর গং কর্তৃক রিপন শেখের ভাড়া দেওয়া ঘর ভেঙে গুড়িয়ে জবরদখল ও লুটপাটের অভিযোগ 

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১৪:০২ অপরাহ্ণ
সোনাকুড় নতুন বাজার শাহিনুর গং কর্তৃক রিপন শেখের ভাড়া দেওয়া ঘর ভেঙে গুড়িয়ে জবরদখল ও লুটপাটের অভিযোগ 

সোনাকুড় নতুন বাজার শাহিনুর গং কর্তৃক রিপন শেখের ভাড়া দেওয়া ঘর ভেঙে গুড়িয়ে জবরদখল ও লুটপাটের অভিযোগ 

সংবাদটি শেয়ার করুন....

ব্যুরো প্রধান খুলনা মোঃ বাবুল সানা:  বাগেরহাটের রামপাল উপজেলার ২নং উজলপুর ইউপির নতুন বাজার সংলগ্ন মোঃ কামাল হোসেন রিপনের মাসিক ভাড়া দেওয়া ৭/৮ টি আধা পাঁকা ভাঁড়াকৃত ঘর এলাকার চিহ্নিত পরসম্পদ জবরদখল কারী মোঃ শাহিনুল ইসলাম এর নেতৃত্বে রাতের আঁধারে ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে জবর দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।নতুন বাজার মোড়ে অবস্থিত মোঃ কামাল হোসেন রিপন এর পৈত্রিক সূত্রে পাওয়া আঁধাপাকা ঘরগুলি রাতের আধারে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহিনুর ইসলামের নেতৃত্বে উক্ত আদা পাকা ঘরগুলি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে সেগুলিকে জবরদখল ও লুটপাটের তীব্র অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে পর্যবেক্ষণে যেটা উঠে এসেছে বাগেরহাটে রামপাল উপজেলার ২নং উজলপুর গ্রামের নতুন বাজারে অবস্থিত মোঃ কামাল হোসেন রিপন তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে আদা পাকা ঘর নির্মাণ করে সেগুলি ভাড়া দিয়ে আসছিলেন কিন্তু ঘটনার বিবরণে জানা যায় গত ইং ০৪-০২-২০২৫ তারিখে রাত ২.০০ টার সময় একই ইউনিয়নের প্রভাবশালী মোঃ শাহিনুর গং এর নেতৃত্বে ১০০-১৫০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে গভীর রাতে মুহূর্তের মধ্যে উক্ত আধাপাকা ঘর গুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় এবং ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়।লুটপাট করে নিয়েও ক্ষান্ত হননি এখন সেই ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেই জায়গা জবরদখলের পাঁয়তারা করে যাচ্ছে শাহিন গং ও তার সাঙ্গপাঙ্গরা।ভাঙচুর এবং লুটপাটের বিষয়ে মোঃ শাহিনুর ইসলামের মুঠোফোনে ০১৮৪৬-৩৯০৩৮৮ নম্বরে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন উক্ত বিষয়টি নিয়ে কে বা কারা আমার নামে মিথ্যা ধুম্রজাল ছড়াচ্ছে তা আমি জানি না এবং উক্ত বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নাই।এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন রিপন যেটা জানিয়েছেন যে ঘরগুলো লুটপট ও ভাঙচুর করা হয়েছে সেই ঘরগুলি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি যেটা ৪০/৪৫ বছর ভোগ দখল করে আসছি যার মিউটেশন থেকে শুরু করে বিআরএস পর্যন্ত আমার পিতা দাউদ আলী শেখর নামে।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে -০১৩২০-১৪১৩৮৭ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি সরে জমিনে ফোর্স পাঠিয়েছি এবং ভুক্তভোগী যদি অভিযোগ বা এজাহার দাখিল করেন তাহলে এ বিষয়ে প্রয়োজনী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।