• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১৪:৩০ অপরাহ্ণ
কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

২৪ মিনিট আগেকক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক: কক্সবাজারের বিমান বাহিনীর ঘাটি সংলগ্ন সমিতি পাড়ায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

কক্সবাজারের পুলিশ জানিয়েছে, বিমান বাহিনী ঘাটির কাছে সংঘর্ষের তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে তারা জানতে পেরেছেন।

অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছেন, কক্সবাজার ১নং ওয়ার্ডের বিমান বাহিনীর ঘাটির পাশে সমিতি পাড়ার আশেপাশে বেশ কিছু জায়গা বিমান বাহিনীকে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এসব জায়গায় মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষ বসবাস করেন।

সোমবার সকাল ১০টার দিকে বিমান বাহিনীর সদস্যরা ওই জায়গার নিয়ন্ত্রণ নিতে গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় স্থানীয়রা ইটপাটকেল ছুড়ে মারছে, অন্যদিকে বিমান বাহিনীর সদস্যরাও গুলি করছেন।