• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সদরঘাট সূত্রাপুর থানাস্থ কাগজীটোলা মহল্লায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

Mofossal Barta
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৪:০৬ অপরাহ্ণ
ঢাকা সদরঘাট  সূত্রাপুর থানাস্থ  কাগজীটোলা মহল্লায়   দুর্ধর্ষ  ডাকাতি হয়েছে।

ঢাকা সদরঘাট সূত্রাপুর থানাস্থ কাগজীটোলা মহল্লায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আসাদুল শেখ স্টাফ রিপোর্টার: 

বৃহস্পতিবার(৬ মার্চ) ২০২৫ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ৯ঃ০০ ঘটিকার সময় মোঃ বাদশা মিয়া
নামে এক কাপড় ব্যবসায়ীর ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকার,গয়না সেট
নগদ ক্যাশ ৬ লক্ষ টাকা সহ
প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ইসমাইল ভিলা।
হাজীঃ মোহাম্মদ নিজাম এর বাড়ি।
হোল্ডিং নংঃ ২৬/৩০বি
মহল্লার নামঃ কাগজী টোলা।
ওয়ার্ড নংঃ ৪৩।
অঞ্চলঃ ০৪
থানাঃসুত্রাপুর
জেলাঃ ঢাকা।

ঘটনার খবর পেয়ে
সূত্রাপুর থানার এস আই সাইদুল ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।