• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় বৌ-শ্যালিকাকে হত্যারকারী ঘাতক চট্টগ্রামে গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ২০:৫১ অপরাহ্ণ
কসবায় বৌ-শ্যালিকাকে হত্যারকারী ঘাতক চট্টগ্রামে গ্রেপ্তার

কসবায় বৌ-শ্যালিকাকে হত্যারকারী ঘাতক চট্টগ্রামে গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৌ ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকান্ডের ঘটনায় সোমবার রাতে কসবা থানায় মামলা দায়ের করা হয়।

রবিবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে যুঁথী আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তার (১৪) কে খুন করে আমীর হাসেন। যুঁথী ছিলেন অন্ত:সত্বা। বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে যুঁথী আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়ে যায়।