• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল মরক্কো

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
বিক্ষোভে উত্তাল মরক্কো

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি এটি। এদিন দেশটির রাজধানীর বিভিন্ন সড়কে ঢল নামে বিক্ষোভকারীদের। তারা ইসরায়েলের পতাকা পদদলিত করেন। তারা হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন। এ ছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন। গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। মরক্কোর বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। কেননা, গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। অধিকার গোষ্ঠীগুলো একে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলেও অভিহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। রোববার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের তীব্র নিন্দা জানান। খবর আলজাজিরার।