প্রিন্স আবদুল আজিজ এই আবিষ্কারগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এগুলো সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ত্রাণ প্রবেশকে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার সাথে সম্পর্কিত যেকোনো প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি, এটি সকল ধরনের বাস্তুচ্যুতির ক্ষেত্রে প্রযোজ্য। ’
গতকাল শুক্রবার গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আরব-ইসলামিক মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকের পর আন্টালিয়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সে সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতেও আহ্বান জানান। বৈঠকে গাজায় চলমান উন্নয়নের পাশাপাশি তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ফিলিস্তিনি জনগণ যাতে তাদের সহজাত অধিকার প্রয়োগ করতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে।
সৌদি আরবে নতুন ১৪টি গ্যাস ও তেলখনির সন্ধান
সৌদি আরবের আরও ১৪টি নতুন গ্যাস ও তেল খনির সন্ধান মিলেছে। বিশ্বের বৃহত্তম তেল প্রতিষ্ঠান সৌদি আরামকো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও এম্পটি কোয়ার্টারে তারা এই খনিগুলোর সন্ধান পান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এই খনি আবিস্কারের ঘোষণা দেন। এগুলোর মধ্যে আটটি তেল খনি ও ছয়টি গ্যাস খনি।
পূর্ব প্রদেশে জাবুতে নতুন তেল খনি আবিষ্কৃত হয়েছে, যেখানে জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল হারে অত্যন্ত হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদিত হচ্ছে। সায়াহিদ খনি থেকেও আশাব্যঞ্জক ফল মিলেছে—সায়াহিদ-২ কূপ থেকে প্রতিদিন ৬৩০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব হবে। এছাড়া আইফান-২ কূপ থেকে প্রতিদিন দুই হাজার ৮৪০ ব্যারেল হালকা তেল ও দৈনিক প্রায় ০.৪৪ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে।
প্রিন্স আবদুল আজিজ এই আবিষ্কারগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এগুলো সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’