গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বহু সংখ্যক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১,২৪০ জনে।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর মেহের নিউজের।
বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নতুন করে ৬২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা এখন ১,১৬,৯৩১ জন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর এই গণহত্যামূলক আগ্রাসন অব্যাহত রয়েছে। যার ফলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বহু সংখ্যক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৬২ হাজারেরও বেশি।
এদিকে ইসরাইলি বাহিনী চলতি বছরের জানুয়ারিতে হওয়া একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করে। নতুন করে চালানো এই হামলায় শুধু মার্চ মাসেই ১,৮৬৪ জন নিহত এবং প্রায় ৪,৯০০ জন আহত হয়েছেন।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।